দ্য ওয়াল ব্যুরো: “জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা…”
এই গানটা বাজলেই চারদিকে যেন গণেশপুজোর আবহ তৈরি হয়ে যায়। মণ্ডপে ঢাক-ঢোল, আলো ঝলমলে সাজ, আর তার মাঝেই ভেসে আসে এই ভজনের সুর।
#REL
মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর এই গান বহুদিন ধরেই জনপ্রিয়। পরবর্তী কালে শুধু গণেশ চতুর্থীতে নয়, অন্যান্য বিভিন্ন পুজোআচ্চার দিনেও এই গান গাওয়া শুরু হয়। খুব সহজ ভাষায় লেখা, সুরও একেবারে সোজা— তাই ছোট থেকে বড়, সবাই গেয়ে ফেলতে পারে। আর সেখান থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে ভক্তির এই গান।