দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে ফের সমস্যায় পড়তে হল মেট্রো যাত্রীদের (Passengers Suffer)। টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা নেই (Taliganj, Khudiram)। সকাল প্রায় সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোগান্তি (Kolkata Metro)।
বৃহস্পতিবার সকাল ১০টার নাগাদ প্রায় আধ ঘণ্টা টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কোনো পরিষেবা পাওয়া যায়নি। ফলে যাত্রীরা যানজট ও দেরিতে পৌঁছানোর শিকার হচ্ছেন।