দ্য ওয়াল ব্যুরো: বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় (BJP activist Abhijit Sarkar's murder case) ধৃত নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনকে (OC of Narkeldanga police station) শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। আদালত জামিনের সঙ্গে কয়েকটি কঠোর শর্ত জারি করেছে, যাতে মামলার প্রভাবিত হওয়া বা সাক্ষীদের প্রতি হুমকি দেওয়া এড়ানো যায়।
#REL