দ্য ওয়াল ব্যুরো: অনেক বছর আগের এক ফ্রেম। প্রায় পনেরো বছর আগে কোনও পত্রিকার ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছিল সেই মুহূর্ত। ছবিতে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, তাঁর স্ত্রী শান্তা আর তাঁদের ছোট্ট ছেলে শুদ্ধ। সেদিনের সেই ছবিই আজ আবার ফিরে এল স্মৃতির অ্যালবাম থেকে। কারণ, আজকের দিনটা তাঁদের জীবনের বিশেষ দিন—বিয়ের দিন।
#REL