দ্য ওয়াল ব্যুরো: ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী (Ganesh Chaturthi), যা হিন্দু ধর্মে জ্ঞান ও সিদ্ধিদাতা ভগবান গণেশের পুজো হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। কিন্তু ২০২৫ সালের এই গণেশ চতুর্থী শুধু ধর্মীয় দিক থেকেই নয়, জ্যোতিষশাস্ত্রের (Astrology) দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এ বছর এই শুভ দিনে ঘটছে এক বিরল গ্রহসংযোগ—শনি ও শুক্রের নবপঞ্চম রাজযোগ (Navapancham Rajyog)।
নবপঞ্চম রাজযোগের ব্যাখ্যা