সায়নী পাল
বলাই ছিল, নির্ধারিত দিন ২৮ অগস্টেই হবে পরীক্ষা। তাই হয়েছে। সিদ্ধান্তের একটুও নড়চড় হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অস্থায়ী উপাচার্য (VC) শান্তা দত্ত দে (Shanta Dutta Dey) দেখিয়ে দিয়েছেন, সরকারের প্রচ্ছন্ন চাপের মুখে নতিস্বীকার না করে কীভাবে পরীক্ষা করাতে হয়। অন্যদিকে যে কর্মসূচি নিয়ে এত স্নায়ুযুদ্ধ, সেই তৃণমূল ছাত্র পরিষদের (TMCP Foundation Day) প্রতিষ্ঠা দিবসও হৈ হৈ করে পালিত হয়েছে। কিন্তু দিনের শেষে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই বলাবলি করছেন, শেষ হাসি হাসলেন 'বিজয়িনী' উপাচার্যই। কিন্তু, এই বিজয়িনীই একটা বিষয় নিয়ে অত