দ্য ওয়াল ব্যুরো: দুই দিনের সরকারি সফরে ইতিমধ্যেই জাপানে (two day visit to Japan) পৌঁছছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime minister Narendra Modi)। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার (Shigeru Ishiba) আমন্ত্রণে অনুষ্ঠিত ১৫তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে (15th India-Japan Annual Summit) যোগ দিতেই তাঁর এই সফর। সাত বছর পর এটাই তাঁর প্রথম একার জাপান সফর।
টোকিও বিমানবন্দরে ভারতীয় প্রবাসীরা তাঁকে স্বাগত জানান। জাপানি শিল্পীরাও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে তোলেন।
#REL
এই সফরের মূল লক্ষ্য কী?