দ্য ওয়াল ব্যুরো: অচৈতন্য অবস্থায় রাস্তায় শুয়ে ছিলেন মাতাল যুবক (A drunk man was run over by a car)। হঠাৎ একটি চারচাকা গাড়ি তাঁর উপরে উঠে পড়ে। গাড়ির চাকা তাঁর বুকে উঠে পড়তেই তিনি আচমকাই জেগে ওঠেন। গুরুগ্রামের ভুতেশ্বর মন্দির চৌকের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক রাস্তায় শুয়ে রয়েছেন। চারপাশের গাড়িগুলো তাঁকে এড়িয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ গাড়ির চাকা তাঁর বুকে ওঠার পর পথচারীরা তাঁর দিকে এগিয়ে এসে খোঁজখবর নেন (A drunk man was run over by a car)। প্রথমে তিনি গুটিসুটি মেরে শুয়ে ছিলেন। কিছুক্ষণ পর উঠে বসেন।