দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টি, হঠাৎ মেঘভাঙা (cloudburst), বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জম্মু–কাশ্মীরের রামবন জেলা (Jammu-Kasmir Ramban) floods। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২৮৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৯৫০ জন মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
রামবনের জেলা শাসক এলিয়াস খান জানান, গত ২৯ অগস্ট রাজগড় তহসিলের দ্রুবলা গ্রামে হঠাৎ মেঘভাঙার পর বৃষ্টিতে (Cloudburst in Jammu and Kashmir) প্রবল বন্যা ও ভূমিধস শুরু হয়। এতে চার জনের মৃত্যু হয়েছে, এক মহিলা এখনও নিখোঁজ এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
#REL