দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারির দু'মাসের মাথায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি (ED)। এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam Case) তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার ৮০ পাতার চার্জশিট ব্যাঙ্কশাল আদালতে জমা দেয় তদন্তকারী সংস্থা। সেখানে উল্লেখ আছে একাধিক বিষয়ের।
সূত্রে খবর, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে দুর্নীতিতে দেড় কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এমনকি তাঁর নামে অন্তত ১২টি বেনামি সম্পত্তির হদিশ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।
#REL