দ্য ওয়াল ব্যুরো: অপ্রত্যাশিত গর্ভধারণকে ঘিরে সমাজে অনেক ভুল ধারণা আর কুসংস্কার আছে। এর কারণে মহিলারা ভয় পেয়ে যান এবং অনেক সময় ভুল বা ক্ষতিকর সিদ্ধান্ত নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনোলজিস্ট রূপালি মিশ্র বলেন, 'ভারতে গর্ভপাত ও অনিচ্ছাকৃত গর্ভধারণ নিয়ে মানুষের মনে নানা ভুল ধারণা আছে। তাই সঠিক তথ্য দেওয়া খুব জরুরি।' এরপর তিনি একে একে ছয়টি প্রচলিত মিথ ভেঙে আসল সত্য তুলে ধরেন।
মিথ ১: ভারতে গর্ভপাত বেআইনি