দ্য ওয়াল ব্যুরো: স্বামীর নাম ভাঙিয়ে স্কলারশিপ জালিয়াতির অভিযোগ উত্তরপ্রদে পুলিশের স্ত্রীর বিরুদ্ধে।
অভিযোগ, মীরাটের কঙ্করখেড়ার বাসিন্দা রেশমা সইফি, স্বামী কনস্টেবল মহম্মদ আরিফের আয়ের কাগজপত্র গোপন করে বেআইনিভাবে গত দু'বছরে প্রায় ৭০ হাজার টাকা স্কলারশিপ তুলেছেন। এরই পরিপ্রেক্ষিতে রেশমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
#REL