দ্য ওয়াল ব্যুরো: ভাগ্য কি সত্যিই রাতারাতি পাল্টে যেতে পারে? জ্যোতিষশাস্ত্রের (Astrology) এক গভীর ধারণা—রাজযোগ—নিয়েই আজকের আলোচনা। জ্যোতিষ মহলে এখন এই শক্তিশালী যোগের গুরুত্ব, গঠনের নিয়ম ও প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বহু মানুষ জানতে চান—কোন গ্রহ-সংযোগে রাজযোগ হয়, কেন এটি জীবনে ধন-যশ-সম্মান আনে, এবং কখন এটি সবচেয়ে কার্যকর হয়। বিশেষজ্ঞরা রাজযোগের সৃষ্টি ও কার্যকারিতার নেপথ্য ব্যাখ্যা তুলে ধরছেন, যা প্রাচীন বিদ্যায় নতুন আলোকপাত করছে।
রাজযোগের অর্থ ও জ্যোতিষীয় গুরুত্ব