দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ফ্ল্যাট থেকে উদ্ধার মা ও মেয়ের রক্তাক্ত দেহ। রোহিনীর সেক্টর-১৭-র এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক মা ও মেয়ের রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আর কেউ নন, মৃত মহিলার জামাই তথা মেয়ের স্বামীই। ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
মৃতদের নাম কুসুম সিনহা (৬৩) এবং তাঁর মেয়ে প্রিয়া সেহগল (৩৪)। মনে করা হচ্ছে অভিযুক্ত প্রিয়ার স্বামী যোগেশ সেহগল। পুলিশের অনুমান, যোগেশ একটি ধারালো কাঁচি দিয়ে স্ত্রী এবং শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে।
#REL