দ্য ওয়াল ব্যুরো: ফের জামিনের আবেদন (Bail Plea) খারিজ হল বিজেপি নেতা রাকেশ সিংয়ের (Rakesh Singh)। সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার পর এবার জেল হেফাজতে (Jail Custody) যাবেন তিনি। আপাতত আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।
কংগ্রেস অফিস (Congress Office) ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন রাকেশ সিং। কংগ্রেসের সদর দফতরে হামলা চালায় রাকেশ সিংয়ের অনুগামীরা। অভিযোগ, রাকেশ নিজেও ওই দলে ছিলেন। ঘটনাস্থলে কোনও শীর্ষ কংগ্রেস নেতা না থাকলেও ভাঙচুরে লণ্ডভণ্ড হয় অফিস।