দ্য ওয়াল ব্যুরো: অ্যামেবিক মেনিনজোএনসেফালাইটিস -এ (Amoebic meningoencephalitis), একটি বিরল এবং প্রায়শই মারাত্মক মস্তিষ্ক সংক্রমণ (brain infection), ক্রমশ বাড়ছে কেরলে। কোঝিকোড় মেডিক্যাল কলেজ (Kozhikode Medical College) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি দু’জনের মধ্যে ছিল একটি মাত্র তিন মাসের শিশুও। সোমবার সংক্রমণের জেরে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা।
এই মৃত্যুতে অগস্ট মাসে রাজ্যে অ্যামেবিক ব্রেন ফিভারে (Amoebic brain fever) মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।
#REL