দ্য ওয়াল ব্যুরো: প্রথম ডেট শেষে মনে হতে পারে, সবকিছুই নিখুঁত! আড্ডায় টুকটাক ফ্লার্ট, হাসি–মজায় ভরপুর সন্ধ্যা, আরামদায়ক পরিবেশ, মন বলছে, এ তো সেই মানুষই! মাথায় প্রশ্নও জাগছে, এবার কি সরাসরি এগনো যায়? না কি একটু সময় নেওয়া ভাল?
মনোবিজ্ঞানীরা বলছেন, তাড়াহুড়ো ঝুঁকিপূর্ণ। দিল্লির ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মালা ভোহরা খান্না ব্যাখ্যা করেন, 'প্রথম ডেট বিভ্রান্তিকর হতে পারে। মানুষ চায় সেরা দিকটা দেখাতে। এতে উদ্দেশ্য অসৎ নয়, বরং স্বাভাবিক প্রবণতা। বাস্তব চরিত্রের সবটুকু একবারে ধরা পড়ে না।'
#REL