দ্য ওয়াল ব্যুরো: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র টাকি (Luxury Resort in Taki)। বছরের নির্দিষ্ট সময়ে ইছামতির পাড়ে (Ichamati) ভিড় করেন হাজার হাজার পর্যটক। আর সেই সুযোগকেই হাতিয়ার করে নদীর ধারে একের পর এক গজিয়ে উঠেছে বিলাসবহুল হোটেল ও রিসর্ট।
কিন্তু এবার এই হোটেলগুলিকে ঘিরেই তীব্র বিতর্ক। অভিযোগ, সেচ দফতরের জমি দখল করে গড়ে উঠেছে একাধিক বেআইনি নির্মাণ (Illegal hotel)। পরিবেশ বিধি ও সরকারি নিয়মকে উপেক্ষা করেই চলছে এই কাজ। আর সেই অভিযোগ নিয়েই এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
#REL