দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রামের পর ফের হাতিদের (Elephant) লক্ষ্য করে আগুনের গোলা ছোড়ার অভিযোগ। এ বার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর (West Midnapore)। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল (Socila Media Viral Vodeo) হয়েছে, যেখানে হাতির পালের দিকে আগুনের গোলা ছোড়া হচ্ছে বলে দেখা গিয়েছে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)
ঘটনা সামনে আসতেই তৎপর হয় বনদফতর (WB Forest Department)। তদন্তে নেমে ইতিমধ্যেই চার জনকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে বনদফতর সূত্রে খবর।