দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ ঘিরে ফের শুরু হল রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৈরি তৃণমূলের মঞ্চ জোর করে ভেঙে দেয় সেনাবাহিনী। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দলটি নতুন করে আন্দোলনের মঞ্চ গড়ে তোলে ডোরিনা ক্রসিংসে। সেখানে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র-সহ তৃণমূলের একাধিক নেতা, কর্মী ও সমর্থক।
#REL
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন বলেন - গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়া একটি নক্কারজনক ঘটনা। এটি একেবারেই নজিরবিহীন। তাঁর অভিযোগ, সেনার এই পদক্ষেপ বিজেপির প্ররোচনায় হয়েছে।