দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভূমিতে ঢুকছে আজ, বুধবার। আবহাওয়া দফতর জানিয়েছে, এটি ওড়িশার উপকূল দিয়ে প্রবেশ করবে। তবে পশ্চিমবঙ্গ উপকূলের খুব কাছ দিয়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে।
সোমবার রাত থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, রবিবার ৭ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
#REL