দ্য ওয়াল ব্যুরো: অবিরাম বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মঙ্গলবার মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যার ফলে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন। ভেঙে পড়ল বাড়ি, ধসে গেল রাস্তা। মোট ১,৩৩৭টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে রয়েছে চারটি জাতীয় সড়কও।
মৌসম ভবন বুধবার কাংগ্রা, মাণ্ডি, সিরমৌর ও কিন্নর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। উনা ও বিলাসপুর জেলায় রয়েছে হলুদ সতর্কতকা।
#REL