দ্য় ওয়াল ব্যুরো: সন্ধে হয়ে গেলেও বাড়িতে জ্বলল না আলো। প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়েই চক্ষু চড়কগাছ। মাটিতে লুটিয়ে মহিলার রক্তাক্ত দেহ। অভিযোগের তির তাঁর স্বামীর দিকে।
জলপাইগুড়ির মালবাজারের ঘটনা। অভিযুক্ত টোটো চালক রামপ্রসাদ বাউরিকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
#REL
মৃতার নাম বিমলা বাউলি (৪৫)। মালবাজার মহকুমার অন্তর্গত চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের শিশাবাগান এলাকায় থাকতেন তিনি। পরিবারে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। একমাত্র ছেলে ভিনরাজ্যে থাকেন কাজের জন্য। বাড়িতে শুধু স্বামী-স্ত্রী ছিলেন ঘটনার দিন।