দ্য ওয়াল ব্যুরো: ভারত ও রাশিয়ার মধ্যে ফের আলোচনায় এসেছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা রফতানি সংস্থার শীর্ষ কর্তা দিমিত্রি শুগায়েভ জানিয়েছেন, ভারত ইতিমধ্যেই এস-৪০০ ব্যবহার করছে এবং নতুন সরবরাহের বিষয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে।
উল্লেখ্য, ২০১৮ সালে ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে পাঁচটি এস-৪০০ সিস্টেম কেনে ভারত। তবে সেই প্রকল্পে বারবার দেরি হয়। শেষ দু'টি ইউনিট ২০২৬ এবং ২০২৭ সালে আসবে বলে নির্ধারিত হয়েছে।
#REL