অংশুমান কর
অনির্বাণের দলের গান নিয়ে তোলপাড় সমাজমাধ্যম। বহুদিন পর বাংলা গান নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গানটি শুনে আমিও প্রভূত মজা পেয়েছি।সত্যি বলতে কী, গানটি আমাকে ভাবিয়েছেও। অনেকদিন পর একটি বাংলা গান সাধারণ মানুষের জীবনে, তাদের রাজনৈতিক তরজায় ঢুকে পড়েছে। সাধারণ মানুষ কথা বলছে একটি সদ্য জন্ম নেওয়া বাংলা গান নিয়ে। মন্দ কী?