দ্য ওয়াল ব্যুরো: ভারতের কর কাঠামোয় আসছে বড় রদবদল। আজ থেকে শুরু হল দুই দিনের জিএসটি কাউন্সিলের বৈঠক। আলোচনার কেন্দ্রে থাকছে কর সরলীকরণ। চার ধাপের বদলে জিএসটির কাঠামো হতে পারে মাত্র দুই স্তরের, ৫ শতাংশ ও ১৮ শতাংশ।
এই প্রস্তাব কার্যকর হলে সাধারণ মানুষের খরচ অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। ১২ শতাংশ স্ল্যাবে থাকা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন ঘি, বাদাম, প্যাকেজড জল, নন-অ্যারেটেড পানীয়, নোনতা খাবার, ওষুধ এবং মেডিক্যাল ডিভাইস নামিয়ে আনা হতে পারে ৫ শতাংশে। সাধারণ পণ্য যেমন পেনসিল, সাইকেল, ছাতা, হেয়ারপিন, সবই সস্তা হতে পারে।
#REL