দ্য ওয়াল ব্যুরো: প্রতিটি শিশুর জীবনে মা ও বাবা দু’জনের স্নেহই (Parents love) সমানভাবে জরুরি। অভিভাবকরা আলাদা থাকলেও বা আলাদা দেশে বসবাস করলেও, সন্তানের উচিত উভয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখা - পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court about parents love and parenting)।
মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এই রায় দেন। মামলাটি দায়ের করেছিলেন এক বাবা, যিনি তাঁর নয় বছরের ছেলের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে যোগাযোগের অনুমতি চেয়েছিলেন। বর্তমানে ছেলেটি আয়ারল্যান্ডে মায়ের সঙ্গে থাকছে (child custody)।
#REL