দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) জিন্দ্রা এলাকার সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের বিজ্ঞান শিক্ষক কুলদীপ গুপ্তা (Kuldeep Gupta) আগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দ্ৰৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় শিক্ষক সম্মাননা (National Teachers award 2025) পেতে চলেছেন। শিক্ষক দিবসে (Teachers day) এই সম্মাননা, নিঃসন্দেহে জম্মু ও কাশ্মীরের কাছে এক বিরাট সাফল্যের মুহূর্ত হতে চলছে।
শিক্ষা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ কাশ্মীর সরকার ২০২১ সালে কুলদীপকে ‘সেরা শিক্ষক’ পুরস্কার দিয়েছিল। এবার তিনি ‘জাতীয় শিক্ষক’ পুরস্কার পাচ্ছেন।
#REL