দ্য ওয়াল ব্যুরো: বেহালা চৌরাস্তার (Behala) ব্যস্ততম এলাকায় হঠাৎই তীব্র চাঞ্চল্য। কলকাতা পুরসভার (Kolkata Corporation) মাল বোঝাই একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি অটোকে (Auto)।
মুহূর্তের মধ্যেই রাস্তার উপর ছিটকে পড়ে যাওয়া সেই অটো উল্টে যায়। প্রচণ্ড ধাক্কায় অটোর কাঠামো একেবারে চুরমার হয়ে গিয়েছে। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা ছুটে আসেন আহতদের উদ্ধারে। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশও পৌঁছে যায় ঘটনাস্থলে।
#REL