দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) ওপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ৫০ শতাংশ শুল্ক (Tariff) বসানোর সিদ্ধান্ত নিয়ে তরজা চলছেই। এবার এই ইস্যুতে ফের একবার কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি বলেন, বিশ্ব ব্যবস্থা দ্রুত বদলাচ্ছে। তাই বিভিন্ন দেশকে তাদের রণনীতি এবং জোট সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
নয়াদিল্লিতে জার্মানির ডেপুটি বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুল-এর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর জয়শঙ্কর জানান, বর্তমান ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে ভারত, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য।