দ্য ওয়াল ব্যুরো: ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস–এর নতুন সিজন শুরু হয়েছে সলমন খানের সঞ্চালনায়। প্রিমিয়ারের মাত্র দশ দিন পরেই প্রকাশ্যে এল প্রতিযোগীদের আকাশছোঁয়া পারিশ্রমিকের অঙ্ক। আর সেই তালিকার শীর্ষে রয়েছেন টিভি তারকা গৌরব খান্না।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, অনুপমা খ্যাত এই অভিনেতা সপ্তাহে ১৭.৫ লক্ষ টাকার বিশাল অঙ্ক দাবি করেছিলেন, যা বিগ বসের নির্মাতারা এককথায় মেনে নেন। এর ফলে এবারের সিজনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী হয়ে গেছেন গৌরব। জানা গেছে, শো শেষ হওয়ার পর স্টার বা কালার্স চ্যানেলের একটি নতুন প্রজেক্টেও তাঁকে দেখা যেতে পারে।