দ্য ওয়াল ব্যুরো: আজকাল এন্ডোমেট্রিওসিস একটা এমন সমস্যা, বেশিরভাগ মহিলাই তাতে আক্রান্ত। প্রতি মাসে পিরিয়ড আসলেই আতঙ্কে ভোগেন তাঁরা। শুধু পেট, কোমরের যন্ত্রণাই নয়, এন্ডোমেট্রিওসিস তাঁদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে।
সবচেয়ে বড় সমস্যা হল ক্লান্তি, ঘুমের সমস্যা ও মানসিক চাপ। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা ব্যথা শরীরকে ভেতর থেকে ক্রমশ দুর্বল করে তোলে এবং অনেক ক্ষেত্রেই এর সঙ্গে যোগ হয় ফাইব্রোমায়ালজিয়া - যেখানে পেশী-জয়েন্টের ব্যথা, ব্রেন ফগ ও শরীরে অতিরিক্ত সংবেদনশীলতা দেখা দেয়।
#REL
কেন আসে অবসাদ আর ক্লান্তি?