দ্য ওয়াল ব্যুরো: বি আর চোপড়ার জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল 'মহাভারত'-এ কর্ণের চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পাওয়া অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। ১৫ অক্টোবর, বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী অমিত বহল সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছেন।
জানা গেছে, অভিনেতা পঙ্কজ ধীর দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। একসময় তিনি রোগটি কাটিয়ে উঠলেও, কয়েক মাস আগে সেটি আবার ফিরে আসে। এরপর তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয় এবং তাঁর একটি বড় অস্ত্রোপচারও হয়।
#REL