দ্য ওয়াল ব্যুরো: ভারতের মেয়েদের বিশ্বকাপ (Women’s ODI World Cup 2025) জয়ের পর পুরোনো ক্ষত আবার জেগে উঠেছে। ডায়ানা এডুলজির (Diana Edulji) ২০১৭ সালের সেই অভিযোগ—‘এন শ্রীনিবাসন (N Srinivasan) বলেছিলেন, আমার হাতে থাকলে আমি মেয়েদের ক্রিকেটই হতে দিতাম না’—ফের ঘুরেফিরে আলোচনায়।
৫২ বছর আগে প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ (Women’s ODI World Cup 1973); ৫২ বছর পরে ভারত প্রথমবার ট্রফি জিতল; আর ঠিক ‘৫২’ রানের ব্যবধানেই দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারাল—সংখ্যার এই সাঙ্কেতিক জবাব যেন কেবল প্রতিপক্ষকে নয়, নারী-ক্রিকেট-বিরোধী মনস্তত্ত্বকেও বর্শার ফলায় বিঁধল!