দ্য ওয়াল ব্যুরো: আলিবাগের স্থায়ী বাসিন্দা হতে চলেছেন কার্তিক আরিয়ান। দু'কোটি টাকা দিয়ে কিনলেন জমি। তাহলে কি শীর্ঘ্রই মুম্বই ছেড়ে নিরিবিলি আলিবাগে থাকা শুরু করবেন অভিনেতা?
সূত্রের খবর, কার্তিক আলিবাগে দু'হাজার বর্গফুটের একটি প্লট কিনেছেন। ‘দ্য হাউস অব অভিনন্দন লোধা’ (HoABL)-র ফ্ল্যাগশিপ প্রকল্প ‘শ্যাটো দ্য আলিবাগ’-এ রয়েছে এই জমি।
#REL