দ্য ওয়াল ব্যুরো: শহরের কোলাহল আর ব্যস্ততায় যখন বিরক্তি লাগে, তখনই খোঁজ পরে নিরিবিলি জায়গার। পুদুচেরি বা পণ্ডিচেরি (Pondicherry) সেক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ থাকে। বহু সময়েই এই উপকূল শহরটিকে কেবলমাত্র ইনস্টাগ্রামের রঙিন ছবির জন্য আদর্শ ব্যাকড্রপ বলে মনে হয়।
কিন্তু পণ্ডিচেরি শুধু প্যাস্টেল রঙের ভিলা আর ধোঁয়া ওঠা কফির কাপেই সীমাবদ্ধ নয়। এর ভিতরে লুকিয়ে রয়েছে ইতিহাস। তাই সাজানো ছবির বাইরে গিয়ে আসল অভিজ্ঞতা পেতে চাইলে, পণ্ডিচেরি যাওয়ার আগে (Travel Pondicherry) কয়েকটা জিনিস মনে রাখতে হবে।
#REL