দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৯ বছর পর ফের আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) দ্বিতীয় SLST পরীক্ষা। আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর এবং তার পরের সপ্তাহে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। নানা আইনি জটিলতা পেরিয়ে এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে বলে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের আয়োজন।
ইতিমধ্যেই কমিশন প্রভিশনাল অ্যাডমিট কার্ড (Provisional admit card) প্রকাশ করেছে, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়ম (wbssc exam guidelines) এবং নিষিদ্ধ জিনিসের তালিকা (items banned in wbssc exam center)।
#REL