দ্য ওয়াল ব্যুরো: একুশ শতকেও জাতপাতের অনুশাসন ও ছুঁতমার্গের শেকল কাটেনি পুরোপুরি। তাই একথা আন্দাজ করতে কষ্ট হয় না যে, উনিশ শতকে কোনও এক দলিত নারী (Dalit Woman) যদি নিজের স্বপ্নপূরণের পথে এগোতে চাইতেন, তবে তাঁর সংগ্রাম ঠিক কতটা দুরূহ হয়ে উঠত (Teachers' Day)।
এখন বড়াই করে আমরা তুলে ধরি সরকারি কর্মসূচি, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ (Beti Banchao Beti Padao)। কিন্তু সাবিত্রীবাই ফুলে (Savitribai Fule) সেই ১৯ শতকেই যেন বুঝিয়ে দিয়েছিলেন, সামাজিক প্রচার অভিযানের চেয়ে হাতে কলমে তার বাস্তব ছবিটা এঁকে ফেলা কতটা জরুরি।