দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী’র সঙ্গে অবৈধ সম্পর্ক সন্দেহে খুড়তুতো ভাইকে খুন করলেন এক যুবক। রাজস্থানের ঘটনা।
নাগৌর জেলার ভাওয়ান্ডা এলাকার বাসিন্দা মৃত সোহনরাম (২৯) নিজের খুড়তুতো ভাই মুকেশ গালওয়াকে খুন করে মাটির তলায় পুঁতে দেন নিজের আর্থ মুভিং মেশিন দিয়ে।
#REL
পুলিশের দাবি, ২৭ অগস্ট রাতে গণেশ চতুর্থী উপলক্ষে ভাটনোখা গ্রামে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সোহনরাম মুকেশকে প্রলুব্ধ করে সঙ্গে নিয়ে যান। অনুষ্ঠান শেষে গভীর রাতে ভিড় কমতেই সোহনরাম মুকেশকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই লোহার রড দিয়ে বারবার মাথায় আঘাত করে খুন করা হয়।