দ্য ওয়াল ব্যুরো: ঘটকপুকুরে (Ghatakpukur) ফের উত্তেজনা ছড়াল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Shaukat Molla) গাড়ি ঘিরে হঠাৎ ‘চোর’ স্লোগান ওঠে। অভিযোগ, এই স্লোগান দিয়েছেন আইএসএফ কর্মী-সমর্থকরা। ঘটনা ঘটে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির কর্মসূচি চলার সময়।
ঘটনার পর শওকত মোল্লা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “নওসাদ সিদ্দিকি এবং আব্বাসকে বলব, খেলা তুমি শুরু করলে, শেষটা কিন্তু আমরা করব। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়, আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছুঁড়ব না! অন্তত এটা মনে রাখা উচিত।"
#REL