দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) ওসি এবং এসিদের গাড়িতে এবার ‘ড্যাশ ক্যামেরা’ বসানোর (OC-AC car dash camera) সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।
বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এই কাজ। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যুর পর ঘটনার বিতর্ক সারা শহর জুড়ে আলোচনার সৃষ্টি করেছিল। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাই সরকারি দফতরে ড্যাশ ক্যামেরার প্রয়োজনীয়তা আরও দৃঢ় করেছে।