দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের বেডে শুয়ে এক তরুণ। তাঁর হাত-পায়ে ব্যান্ডেজ। কোমর নড়াতে পারেন না। উঠে বসা দূরে থাক, অন্যের সাহায্য ছাড়া পাশ ফিরতেও পারেন না। সেই তিনি পুরোদস্তুর বরের পোশাক পরে শুয়ে আছেন। পান পাতায় চোখ ঢেকে তাঁর বিছানা প্রদক্ষিণ করছেন বধূ বেশে তরুণী। সেখানেই উলুধ্বনী আর পুরোহিতের মন্ত্রচ্চারণে সম্পন্ন হল আনন্দ সাহা ও অমৃতা সরকারের।
আনন্দের বাড়ি ঢাকার লাগোয়া মানিকগঞ্জ শহরের চানমিয়া লেনে। অমৃতার বাড়ি মানিকগঞ্জেরই ঘিওরের বানিয়াজুড়ি এলাকায়। মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের একটি ঘরে শুক্রবার মালা বদল হয়েছে আনন্দ ও অমৃতার।