শ্যামশ্রী দাশগুপ্ত
মঙ্গলবার ‘সেমিকন ইন্ডিয়া ২০২৫’ সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) বলেছিলেন, তেলকে যেমন একসময় ‘কালো সোনা’ বলা হত, তেমনই সেমিকন্ডাক্টর চিপ (Semiconductor Chips) এখন ‘ডিজিটাল হিরে’। তিনি দাবি করেছিলেন ভারতই গড়ে তুলবে ভবিষ্যতের সেমিকন্ডাক্টর দুনিয়া। শুধু চিপ উৎপাদনেই সীমাবদ্ধ নয়, সেমিকন্ডাক্টরকে ঘিরে গোটা এক ইকোসিস্টেম তৈরি করছে ভারত।