দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি (Dengue) কি শুধুই সমতলের ব্যাধি? এতদিন ধরে পাহাড়ি এলাকাকে নিয়ে প্রচলিত সেই ধারণা ভাঙল!
সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৭ হাজার ফুট উচ্চতায় (7,000 feet) অবস্থিত দার্জিলিং (Darjeeling) জেলার ঘুম হিল স্টেশন পর্যন্ত মিলেছে ডেঙ্গি ভাইরাসের অন্যতম বাহক ইডিস অ্যালবোপিকটাস মশার লার্ভা (Mosquito larvae)।