দ্য ওয়াল ব্যুরো: ময়দানের হিসেব বড় বিচিত্র!
কিছু দৃশ্য নিছক পরিসংখ্যান কিংবা রেকর্ডের মাপে ধরানো যায় না। হয়তো গোল হয়নি, ডিফেন্ডার শেষ মুহূর্তে মরণপণ ট্যাকল করতে চেয়ে ছুড়ে দেয়নি শরীর… তবু ‘ফলাফল’ কিংবা ‘জয়-পরাজয়ে’র হিসেবেও বাইরেও একটা পরিসর থাকে, যেখানে জমে ওঠে এমনই কিছু মুহূর্ত। খেলার বাইরে গিয়ে হয়ে ওঠে আস্ত সংস্কৃতির অংশ।