তিয়াষ মুখোপাধ্যায়
'হার্ট ভাল রাখার আর্ট' (Heart Bhalo Rakhar Art)। দ্য ওয়াল আরোগ্য (The Wall Arogya) আয়োজিত এই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল বৃহস্পতিবার সন্ধেয়, হোটেল ভিভান্তার প্রাঙ্গণে। সেখানেই বক্তব্য রাখলেন কলকাতার তথা পূর্বভারতের খ্যাতনামা কার্ডিয়াক সার্জেন, ডক্টর কুণাল সরকার (Doctor Kunal Sarkar)। তাঁর বলার বিষয় ছিল, 'Prevention of heart disease in the age of AI.' সে আলোচনার শুরুতেই যে তিনি রেনেসাঁ শিল্পী, স্থপতি, প্রকৌশলী, দার্শনিক লিওনার্দো দ্য ভিঞ্চির (Leonardo da Vinci) কাছে কৃতজ্ঞতা স্বীকার করবেন, তা কে জানত!