শুভঙ্কর চক্রবর্তী
ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুপর্ণা রায় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮২তম সংস্করণে ইতিহাস গড়লেন। তিনি ফেস্টিভ্যালের 'অরিজন্টি' বিভাগে শ্রেষ্ঠ পরিচালক (Best Director) হিসাবে নির্বাচিত হয়েছেন। পুরস্কার গ্রহণের জন্য স্টেজে ওঠার সময় পরিচালক জানান, এই মুহূর্তটি তাঁর জন্য ‘অবিশ্বাস্য’।