দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের চাইবাসায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা অমিত হাঁসদা। তিনি আপ্তন নামেও পরিচিত ছিলেন মাওবাদী গোষ্ঠীগুলির কাছে। মাথার দাম ছিল ১০ লাখ টাকা।
রবিবার ভোরে গইলকেরা থানার সারান্ডা জঙ্গলে গুলির লড়াই শুরু হয়। প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। পরে ঘিরে ফেলে পুলিশ এনকাউন্টারে শেষ করে তাঁকে। গোটা বিষয়টি রবিবার জানান জেলা পুলিশ সুপার পরশ রানা।
#REL