দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহেই পাঞ্জাবের (Punjab Visit) বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের সঙ্গে দেখা করে তাঁদের কথা শুনবেন। পাশাপাশি পুনর্বাসন ও ত্রাণকাজের অবস্থা খতিয়ে দেখবেন, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সূত্র।
বিজেপি পাঞ্জাবের (BJP Punjab) এক্স হ্যান্ডেলে লিখেছে, 'প্রধানমন্ত্রী ৯ সেপ্টেম্বর গুরদাসপুরে আসছেন, তিনি বন্যা-প্রভাবিত ভাই-বোন ও কৃষকদের সঙ্গে সরাসরি দেখা করে তাঁদের কথা শোনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার সবরকম পদক্ষেপ নেবেন।
#REL