দ্য ওয়াল ব্যুরো: জমি বিবাদের জেরে মহিলাকে গাছে বেঁধে অর্ধনগ্ন করে মারধর করা হল তামিলনাড়ুতে। অবশেষে এক মহিলা (যিনি ঘটনার ভিডিও করছিলেন যাতে অপরাধীরা ধরা পড়েন) গিয়ে তাঁকে উদ্ধার করেন। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছিঃ ছিঃ করছে নেটপাড়া।
তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুটির ঘটনা। অভিযোগ, চার জন মহিলার হাতে অকথ্য অত্যাচারের শিকার হন ওই মহিলা। তাঁকে প্রথমে নিজের শাড়ি দিয়েই গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়, তারপর চলে লাগাতার মারধর ও অশ্লীল গালাগালি। এখানেই শেষ নয়, প্রকাশ্যে তাঁকে আংশিকভাবে কাপড় খুলে অপমানিত করার চেষ্টাও করা হয়।
#REL